১০ এপিবিএন বরিশালে দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনী দিনের খণ্ডচিত্র। কোলাজ: পুলিশ নিউজ

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বরিশালে নায়েক/কনস্টেবলদের সপ্তাহব্যাপী দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১০ এপিবিএন বরিশালের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে কমান্ডিং অফিসার বলেন, ‘প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন তখনই হবে, যখন আপনি প্রাপ্ত প্রশিক্ষণ অভ্যাসে পরিণত করবেন।’

তিনি প্রত্যেককে মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) নাসরিন জাহান, এএসপি (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) উজ্জল কুমার দে, ১০ এপিবিএনের পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশালের আয়োজনে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশালের পুলিশ লাইনসে কোর্সের উদ্বোধন হয়।