যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। যশোরের কোতোয়ালি ও চৌগাছা থানা এলাকায় ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) এসব অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মো. সোহেল রানা (২৯), মো. শান্ত (২৫) ও মো. ওমর ফারুক (২৮)। তাঁদের কাছ থেকে ১২০টি ইয়াবা ও ৪৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, ডিবির একটি দল ১৯ জানুয়ারি রাত পৌনে ৮টার দিকে যশোর কোতোয়ালি থানার চুড়ামনকাঠি রেলস্টেশন-সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে সোহেলকে ৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

যশোরে ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

এর আগে একই দিন বেলা পৌনে ১টার দিকে ডিবির আরেকটি দল যশোর কোতোয়ালি থানার বাহাদুরপুর বটতলা মন্দির এলাকায় অভিযান চালিয়ে শান্তকে ৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

এদিকে ১৯ জানুয়ারি সন্ধ্যা সোয়া ৭টার দিকে ডিবির আরেকটি দল চৌগাছা থানার চৌগাছা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় কালীতলা মোড়ে অভিযান চালিয়ে ওমর ফারুককে ৭০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা হয়েছে।