যশোরে ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৩ বোতল ফেনসিডিল, ২৮ বস্তা নিষিদ্ধ পলিথিন, একটি কাভার্ড ভ্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে। যশোরের বেনাপোল থানা ও কোতোয়ালি মডেল থানা এলাকায় ৮ আগস্ট (মঙ্গলবার) ও ৯ আগস্ট (বুধবার) অভিযানগুলো পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মো. শরিফুল ইসলাম (৫১) ও মো. হাসান আলী (৩০)।

যশোরে ডিবির অভিযানে উৎপাদন নিষিদ্ধ পলিথিন, কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

জেলা পুলিশ জানায়, ডিবির একটি দল ৯ আগস্ট ভোর ৬টার দিকে যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে শরিফুলকে ২৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে বেনাপোল থানায় মামলা হয়েছে। এর আগের দিন ৮ আগস্ট রাত ১১টার দিকে ডিবির আরেকটি দল যশোর কোতোয়ালি থানার ধোপাখোলা এলাকায় অভিযান চালিয়ে হাসান আলীকে ২৮ বস্তা উৎপাদন নিষিদ্ধ অবৈধ পলিথিন, একটি কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।