যশোরে ডিবির অভিযানে গ্রেপ্তার ভ্যান চোর চক্রের সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ভ্যান চোর চক্রের হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। ৮ আগস্ট (মঙ্গলবার) থেকে ৯ আগস্ট (বুধবার) পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামিদের নাম রাজু (২৫), রবিউল গাজী (৩৭), মো. আবুল বাশার (৩২), মো. নুরুজ্জামান মিলন (৪১) ও মো. আজহারুল ইসলাম (৪৫)।

জেলা পুলিশ জানায়, যশোর চেলায় ভ্যান, রিকশা ও ইজিবাইক চোর চক্র দমনে সব সময় সক্রিয় ডিবি পুলিশ। তারই ধারাবাহিকতায় ৮ আগস্ট সন্ধ্যা পৌনে সাতটার দিকে চাঁচড়া দারোগাবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের হোতা রবিউল গাজী ও রাজুকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে রবিউল একাধিক ভ্যান চুরির বিষয়ে তথ্য দেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৯ আগস্ট ভোর ৫টার দিকে কেশবপুর থানার দোরমুটিয়া গ্রাম ও নতুন মূলগ্রাম এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের আরও ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চারটি চোরাই ভ্যান উদ্ধার করা হয়। এ ছাড়া চোর চক্রটির কাছ থেকে দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।