সিলেটের ডিসি অফিস চত্বরে পোড়ানোর জন্য রাখা মাদকদ্রব্য। ছবি: এসএমপি

সিলেটে ৩০টি বিচারাধীন মামলার আলামত হিসেবে জব্দ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ডিসি অফিস চত্বরে পরিত্যক্ত বিল্ডিংয়ের উত্তর পাশে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুমন ভূইয়ার উপস্থিতিতে এসব সামগ্রী ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে চোলাই মদ ১ হাজার ৬১০.২৫ লিটার, গাঁজা ২৯.২৯ কেজি ৪১৪ পুরিয়া, ফেনসিডিল ৪৩১ বোতল, বিদেশি মদ ৩৯ বোতল, ইয়াবা বড়ি ৩ হাজার ৮৬৫টি, বিয়ার ২ বোতল ও হেরোইন ৭ পুরিয়া।

কোর্ট পুলিশ পরিদর্শক মারফত আলী, সিএসআই আইয়ুব আলী, এএসআই মো. ওসমান, কনস্টেবল পীযূষ রঞ্জন বিশ্বাস, কনস্টেবল আশুক আলী, কনস্টেবল রাসেল মিয়া ধ্বংসের কার্যক্রমে সহায়তা করেন।