পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে আন্তজেলা ইজিবাইক চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি চোরাই ইজিবাইক ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

রোববার (১ অক্টোবর) রাতে কোতোয়ালি থানাধীন রাজারহাট রামনগর ধোপাপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন রায়হান (২৫) ও মো. আবু বক্কর সিদ্দিক (৩০)। তাঁদের বাড়ি জেলার কোতোয়ালি থানা এলাকায়।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে জেলার কোতোয়ালি থানাধীন বসুন্দিয়া মোড় থেকে এবং ২৮ সেপ্টেম্বর রাতে জেল রোডের কুইন্স হাসপাতাল এলাকা থেকে ইজিবাইক চুরির ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় দুই আসামিকে গ্রেপ্তার এবং চোরাই ইজিবাইক ও প্রাইভেট কার উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, প্রাইভেট কারে চড়ে যশোর শহর ও আশপাশের এলাকায় ঘোরাঘুরি করে কৌশলে ইজিবাইক চুরি করতেন।

এই পুলিশ কর্মকর্তা জানান, কোতোয়ালি থানায় করা মামলায় আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।