পুলিশি হেফাজতে তিন প্রতারক। ছবি: বাংলাদেশ পুলিশ।

সিআইডি সিরিয়াস ক্রাইম ইউনিট বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে।

সিরিয়াস ক্রাইম ইউনিটের এসআই এমদাদুল কবিরের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে আসামি লিমন শেখ (২০), মো. আজিম শেখ (২৬) ও মেহেদী মন্ডল (২০) নামের তিন প্রতারককে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন মহেশপুর গ্রাম থেকে গত ২ আগস্ট দিবাগত রাত ২টা থেকে ৬টার মধ্যে গ্রেপ্তার করে।

প্রতারকরা অন্যান্য আসামিদের সহায়তায় এক ব্যক্তি ও তার নিকট আত্মীয়ের থেকে ভুয়া দোকানদার ও বিকাশ কর্মকর্তা সেজে বিকাশ নম্বর ফেরত দেয়ার মিথ্যা কথা বলে কৌশলে ওটিপি নম্বর সংগ্রহ করে এবং পরে অ্যাকাউন্ট ক্লোন করে ১৮ হাজার টাকা হাতিয়ে নেয়।

ওই ঘটনায় লালবাগ থানার মামলা হয়। প্রতারক চক্র ইতোপূর্বে অসংখ্য লোকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট কাজ করে যাচ্ছে।