যশোরে পুলিশের পদমর্যাদাভিত্তিক কনস্টেবল ও নায়েকদের চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

যশোরে বাংলাদেশ পুলিশের পদমর্যাদাভিত্তিক কনস্টেবল ও নায়েকদের চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।

জেলা পুলিশ লাইনসের কনফারেন্স রুমে শনিবার সকাল ৯টার দিকে কর্মসূচি শুরু হয়।

যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএমের নির্দেশনায় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলম।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল (আইজি) মহোদয়ের নির্দেশনায় গত ০৫/০৯/২০২১ খ্রিস্টাব্দ হতে সকল পুলিশ সদস্যের পদমর্যাদাভিত্তিক এক সপ্তাহ মেয়াদি প্রশিক্ষণ কর্মসূচি চালু হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজ (শনিবার) কর্মসূচির চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ শুরু হলো। আমি আশা করব, অন্যান্য ব্যাচের ন্যায় আপনারা চতুর্থ ব্যাচও সফলতার সাথে কোর্স সমাপ্ত করবেন।’

তিনি আরও বলেন, ‘এই কোর্স থেকে আপনারা কর্মজীবনে নিজেদের সুরক্ষা এবং অন্যের নিরাপত্তার বিষয়ে জ্ঞান লাভ করবেন।’