বিএমপির উপকমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) মোকতার হোসেন পিপিএম (সেবা) শনিবার প্রসিকিউশন শাখা আকস্মিক পরিদর্শনে যান। ছবি: বিএমপি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপকমিশনার (ক্রাইম, অপারেশন্স অ্যান্ড প্রসিকিউশন) মোকতার হোসেন পিপিএম (সেবা) বলেছেন, পুলিশের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। এমন বাস্তবতায় স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত থেকে নির্ভেজাল পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিএমপির প্রসিকিউশন শাখা আকস্মিকভাবে পরিদর্শনকালে উপকমিশনার এসব কথা বলেন।

ওই সময় বিচারিক পর্যায়ে প্রসিকিউশন শাখার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হওয়ায় একে আরও বেশি কার্যকর ও সুশৃঙ্খল করার জন্য অফিসার-ফোর্সদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ দেন তিনি।

মোকতার আরও বলেন, ‘ড্রেস রুল, চেইন অব কমান্ড মেনে চলতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা ২৪ ঘণ্টার জন্য নিয়োজিত।’

তিনি প্রসিকিউশন শাখায় কর্মরত সব অফিসার-ফোর্সকে ব্রিফিং করার পাশাপাশি শিক্ষানবিশ উপপরিদর্শকদের আলাদাভাবে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং পরিদর্শন বইতে নোট করেন।