ভুলবশত অন্য নম্বরে চলে গিয়েছিল টাকা। সেই টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় গত এপ্রিল মাসে ৪১টি হারানো মুঠোফোন উদ্ধার হয়েছে। এ ছাড়া নগদ/বিকাশে টাকা লেনদেনের সময় ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া নয় ভুক্তভোগীর টাকাও উদ্ধার করেছে এই সেল। পাশাপাশি নিখোঁজ এক তরুণীকে উদ্ধারে সহযোগিতা করেছে এই সেল।

জেলা পুলিশ জানায়, যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল জনগনের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই প্রচেষ্টার প্রমাণ এপ্রিলে এই সেলের অসাধারণ সাফল্যে পাওয়া যায়।

গত এপ্রিলে ৪১টি হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। ছবি: বাংলাদেশ পুলিশ

জেলা পুলিশের তথ্যমতে, গত এপ্রিলে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোর জেলার বিভিন্ন থানায় হওয়া সাধারন ডায়েরির (জিডি) ভিত্তিতে ৪১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে। বিভিন্ন থানায় হওয়া জিডির ভিত্তিতে হ্যাকড হওয়া ১৬টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করেছে এই সেল। বিকাশ/নগদে ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া নয় ভুক্তভোগীর মোট ১ লাখ ৯১৭ টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া যশোরের একটি থানায় ১০ এপ্রিল হওয়া জিডির ভিত্তিতে ৩০ বছর বয়সী এক তরুণীকে উদ্ধারে সহায়তা করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।ৎ