পুলিশের হেফাজতে ভারতীয় মদসহ গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

সুনামগঞ্জের তাহিরপুর থানাপুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৮ বোতল ভারতীয় মদসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশে একটি টিম ১২ মে রাত সাড়ে ১১ টার দিকে ওই থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনগাঁও এলাকা থেকে মাদক কারবারি মো.কাজল মিয়াকে (২৮) আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. তাজুল মিয়া ওরফে তাজু নামের অপর মাদক কারবারি দৌড়ে পালিয়ে যান।

গ্রেপ্তার মাদক কারবারির হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৬৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ অফিসার্স চয়েস মদ উদ্ধার করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

আটক আসামি ও পলাতক আসামি পরস্পর যোগসাজসে বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। তারা দীর্ঘদিন ধরে বিদেশি আমদানি নিষিদ্ধ মদসহ অন্যান্য নেশা জাতীয় মাদকদ্রব্য তাহিরপুর থানাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তার আসামিসহ পলাতক আসামির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

গ্রেপ্তার আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।