সেবা সপ্তাহের চতুর্থ দিনে সচেতনতামূলক সমাবেশে স্থানীয় লোকজন, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাত দিনের সেবা সপ্তাহ ঘোষণা করা হয়েছে। এই সেবা সপ্তাহের চতুর্থ দিন ছিল ২০ সেপ্টেম্বর (সোমবার)। এ দিন আরপিএমপির ১৮টি বিটে সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়।

আরপিএমপি জানায়, ২০ সেপ্টেম্বর রংপুর মেট্রোপলিটন পুলিশের ১৮টি বিটে আয়োজিত সমাবেশে মাদক, জঙ্গিবাদ, যৌন হয়রানি, বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা এসব সমাবেশে উপস্থিত ছিলেন। আরও অংশ নেন সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন বিট অফিসার, কমিউনিটি পুলিশিংয়ের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সেবা সপ্তাহের চতুর্থ দিনে সচেতনতামূলক সমাবেশে স্থানীয় লোকজন, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ
অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধিরা আরপিএমপির এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠান শেষে জনগণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটিতে কমপক্ষে ১০০টি করে ফলদ ও ঔষধি গাছের চারা ছিল। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ১৬ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে বৃক্ষরোপণের যে কর্মসূচির সূচনা করেছিলেন, সেই স্মৃতিকে স্মরণ করে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।