পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সঙ্গে বুধবার বন্যা দুর্গত এলাকায় ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। ছবি: মৌলভীবাজার জেলা পুলিশ

সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজারের পাঁচটি উপজেলা প্লাবিত হয়েছে। বড়লেখা, কুলাউড়া, রাজনগর, সদর ও জুড়ী উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

ইতোমধ্যে বন্যা দুর্গত এলাকায় জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন সময় প্রায় আট হাজার প্যাকেট শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। বন্যা কবলিত মানুষকে উদ্ধার করতে প্রতিটি থানায় গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম। বন্যা পরিস্থিতির সার্বিক তদারকির জন্য একজন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে গঠন করা হয়েছে ১০ সদস্যের ‘বন্যা মনিটরিং সেল’।

বন্যা কবলিত অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে মৌলভীবাজার জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ বুধবার মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বন্যা দুর্গত বড়লেখা, জুড়ী, কুলাউড়া ও রাজনগর উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে বানভাসি মানুষের সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সঙ্গে বন্যা দুর্গত এলাকায় ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সঙ্গে বুধবার বন্যা দুর্গত এলাকায় ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। ছবি: মৌলভীবাজার জেলা পুলিশ

এ সময় আরো উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালেক, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার এবং পুলিশ সদস্যবৃন্দ।