ভারতের ঝাড়খণ্ডের সাবেক গভর্নর দ্রৌপদী মুর্মু। ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সাবেক গভর্নর দ্রৌপদী মুর্মু (৬৪) প্রজাতন্ত্রের প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন।

ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ১৮ জুলাই অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে মনোনয়ন দিয়েছে। খবর বাসসের।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে দলের পার্লামেন্টারি বোর্ডে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটির রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ ওই নারীকে মনোনীত করে।

টিএমসি ও এনসিপিসহ ১৭টি বিরোধী দল সাবেক বিজেপি নেতা যশবন্ত সিনহাকে (৮৪) আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করার কয়েক ঘণ্টা পর ক্ষমতাসীন জোটের এই ঘোষণাটি এলো।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মুর্মুর নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। কারণ ক্ষমতাসীন এনডিএর পক্ষে অধিকাংশ ভোট রয়েছে।