মৌলভীবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজারে পুলিশ অভিযান চালিয়ে আমদানিনিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে। সদর থানা এলাকা থেকে ২৫ ফেব্রুয়ারি (শনিবার) বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম নূর মিয়া (৬০)। তাঁর কাছ থেকে আমদানিনিষিদ্ধ ২৭ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, মৌলভীবাজার সদর থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে সদর থানার আমতৈল ইউনিয়নের দিঘীরপাড় বাজারের গরুর হাটের সামনে নূর মিয়ার দোকানে অভিযান চালিয়ে দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে হলুদ রঙের ৫৪টি প্যাকেটে মোট ২৭ হাজার শলাকা আমদানিনিষিদ্ধ ভারতীয় বিড়ি জব্দ করেছে। এসব বিড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৪ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তার নূর মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।