গ্রেপ্তার আশিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

জিন তাড়ানোর কথা বলে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আশিকুল ইসলাম (৩৪)।

বৃহস্পতিবার (২ জুন) চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর প্রথম আলোর।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, স্কুলছাত্রী কিছুদিন ধরে অসুস্থতা বোধ করছিল। তার বাবা পরিচিত একজনের মাধ্যমে মুয়াজ্জিন আশিকুল ইসলামের ‘ঝাড়ফুঁক’ সম্পর্কে জানতে পারেন। গতকাল বিকেলে আশিকুলকে বাসায় নিয়ে আসেন ছাত্রীর বাবা। ওই ছাত্রীকে দেখে আশিকুল বলেন, তাকে জিনে ধরেছে। ঘরের কক্ষের দরজা বন্ধ করে জিন তাড়াতে হবে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, জিন তাড়ানোর কথা বলে ঘরের একটি কক্ষে ছাত্রী ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন আশিকুল। তিনি স্কুলছাত্রীর শ্লীলতাহানি করেন। বিষয়টি বুঝতে পেরে ছাত্রীর বাবা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদরঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশিকুলকে আটক করে। তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ।

স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গতকাল রাতে সদরঘাট থানায় আশিকুলের নামে মামলা করেন ওই স্কুলছাত্রীর বাবা। মামলায় আশিকুলকে গ্রেপ্তার দেখানো হয়।