কুড়িগ্রামের উলিপুর থানার অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: পুলিশ নিউজ

কুড়িগ্রাম জেলার উলিপুর থানাধীন বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট নামের চরাঞ্চলে জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে ২০১২ সালে আবদুল মজিদ ও মোক্তার আলী খুন হয়। এ ঘটনায় সেই সময় উলিপুর থানায় হত্যা মামলা করা হয়। সেই সূত্র ধরে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. হারুনুর রশিদ প্রায় এক যুগ ধরে গ্রেপ্তারের ভয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করেন এবং কিছুদিন পরপর তাঁর অবস্থান পরিবর্তন করেন।

উলিপুর থানা পুলিশ দীর্ঘ সময় ধরে এ আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বনসহ গোপন তথ্য সংগ্রহ করে তাঁর অবস্থান নিশ্চিত করে। একপর্যায়ে উলিপুর থানার একটি চৌকস টিম চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় র‍্যাবের সহায়তায় রোববার সকাল ৮টা ৫ মিনিটে হারুনুর রশিদকে গ্রেপ্তার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, ‘উলিপুর থানার ২০১২ সালের জোড়া খুন মামলার হোতাকে উলিপুর থানার দীর্ঘদিনের চেষ্টায় আজ পুলিশ ও র‍্যাবের যৌথ কর্মপ্রচেষ্টায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই ধারাবাহিক যৌথ কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকবে।’