মৌলভীবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজার সদর থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। সদর থানা এলাকা থেকে ১৮ ফেব্রুয়ারি (শনিবার) তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই আসামির নাম সাধন সুত্রধর ও সাইফুর রহমান। তাঁরা দুজনই এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

মৌলভীবাজার জেলা পুলিশ জানায়, সদর মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল ১৮ ফেব্রুয়ারি রাতে থানার শেরপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাধন সুত্রধরকে গ্রেপ্তার করে। সাধন সূত্রধর এনআই অ্যাক্ট আইনের ১৩৮ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৪ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি। তাঁর বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থানা এলাকায়।

মৌলভীবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

একই দিন অন্য এক অভিযানে সদর থানা-পুলিশের আরেকটি দল থানা এলাকায় অভিযান চালিয়ে সাইফুরকে গ্রেপ্তার করে। তিনি ২০১৬ সালের মৌলভীবাজার সদর থানার একটি মামলায় পেনাল কোডের ৩২৪ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি। তাঁর বাড়ি মৌলভীবাজার সদরে।