সাইবার ক্রাইম উইং এন্টি টেররিজম ইউনিট, ঢাকা ও রাজনগর থানা-পুলিশের বিশেষ অভিযানে অনলাইনে জুয়া খেলার অভিযোগে এক জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

তাঁর নাম সঞ্জয় চন্দ্র ধর (২৪), তিনি মৌলভীবাজারের রাজনগর থানার চাটিগাঁও গ্রামের বাসিন্দা।

এ সময় আসামির কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সাইবার ক্রাইম উইং এন্টি টেররিজম ইউনিটের এসআই রেজাউল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতারক চক্র একটি অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিল। অনলাইন জুয়ার অ্যাপসের বিজ্ঞাপনে ব্যবহৃত চারটি বিকাশ অ্যাকাউন্ট-সংবলিত মোবাইল নম্বর সাইবার মনিটরিং করে জানা যায়, প্রতারক চক্র মৌলভীবাজার জেলার রাজনগরে অবস্থান করছে।

এসআই জানান, এমন তথ্যের পরিপ্রেক্ষিতে রাজনগর থানার এসআই আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ১৮ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে রাজনগর থানাধীন কলেজ পয়েন্টের বেঙ্গল ফুডের সামনে থেকে সঞ্জয় চন্দ্র ধরকে গ্রেপ্তার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তাঁর অপরাধ ও সহযোগীদের নাম স্বীকার করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা ।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, সাইবার ক্রাইম উইং এন্টি টেররিজম ইউনিট, ঢাকা ও রাজনগর থানা-পুলিশের অভিযানে সঞ্জয় চন্দ্র ধর নামের এক অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আরও চারজনের নামে রাজনগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।