জব্দ করা ফেনসিডিল। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর মোহাম্মদপুর থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ (ডিবি)।

তাঁরা হলেন নুরজাহান রুমা ওরফে দিপালী ও শহিদুল ইসলাম। খবর ডিএমপি নিউজের।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৫ মিনিটে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন বলেন, কিছু মাদক কারবারি মোহাম্মদপুর থানার বিআরটিসি বাস ডিপোর যাত্রীছাউনির সামনে ফেনসিডিল কেনাবেচা করছেন বলে তথ্য পাওয়া যায়।

এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবির এই কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সীমান্তবর্তী জেলা দিনাজপুর থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন। তাঁদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।’