গ্রেপ্তার ৩ আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

হবিগঞ্জের বাহুবল থানার পুলিশ একটি হত্যা মামলার মূল আসামিসহ ৩ আসামিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই বাহুবল থানাধীন শংকরপুর গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে দুলাল মিয়া নামের এক ব্যক্তি খুন হন। সংঘর্ষের খবর সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ সহ থানার অন্যান্য অফিসার ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ।

ঘটনার রাতেই অভিযান চালিয়ে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু মূল হোতা কবির পালিয়ে ঢাকায় এবং কুমিল্লা জেলায় আত্নগোপন করে থাকেন।

এ ঘটনায় বাহুবল থানায় হত্যা মামলা হলে জেলার পুলিশ সুপারের দিক নির্দেশনায় বাহুবল মডেল থানার একটি টিম বিভিন্ন সময়ে ঢাকাসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত রাখে। অবশেষে, তথ্য প্রযুক্তির সহায়তায় মূল আসামি কবির ও তার সহযোগী অপর দুই আসামিকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।হত্যাকাণ্ডে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে।