জীবননগর থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য। ছবি: বাংলাদেশ পুলিশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অভিযান পরিচালনা করে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গত শুক্রবার জীবননগর পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ২ ব্যক্তি হলেন যশোরের কোতোয়ালি থানার নরেন্দ্রপুর এলাকার মৃত আব্দুল খালেক শেখের ছেলে শহিদুল ইসলাম শহিদ (৩৪) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পার করফা এলাকার মতি মোল্লার ছেলে নূর ইসলাম (৩০)।

জেলা পুলিশ সুপার আবদুল্লাহ্ আল-মামুনের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানার তত্ত্বাবধানে জীবননগর থানার ওসি নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে এসআই সোহাগ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন। জীবননগর পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ-সংলগ্ন চুয়াডাঙ্গাগামী সড়কের ওপর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তাঁদের বিরুদ্ধে যশোর, নড়াইল, গোপালগঞ্জ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানায় দুই ডজনের বেশি মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।