ফেনী জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া বন্য পাখি। ছবি : বাংলাদেশ পুলিশ

বিভিন্ন প্রজাতির ১৫৭টি বন্য পাখি উদ্ধারের পর অবমুক্ত করেছে ফেনী জেলা পুলিশ। এ সময় আতাহার আলী শিকদার (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে ফেনী পৌর এলাকার চাড়িপুর দুলাল মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়।

বন্য পাখি অবমুক্ত করছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিয়া ফারজানা। ছবি : বাংলাদেশ পুলিশ

আসামি আতাহার খুলনার সোনাডাঙ্গা থানাধীন হাফিজ নগর এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

তিনি জানান, দেশের বিভিন্ন জেলা থেকে পাখি ধরে এনে বিক্রির জন্য দুলাল মিয়ার কলোনিতে রেখেছিলেন গ্রেপ্তার ব্যক্তি।

বন্য পাখি অবমুক্ত করছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা। ছবি : বাংলাদেশ পুলিশ

পুলিশের এই কর্মকর্তা জানান, উদ্ধার পাখিগুলোর মধ্যে ৪০টি চন্দন টিয়া, ৫টি হিরামন, ১০৫টি মুনিয়া ও ৭টি দেশি টিয়া রয়েছে। পাখিগুলো ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইকোপার্ক কতৃপক্ষের কাছে হস্তান্তরের পর অবমুক্ত করা হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিয়া ফারজানা এবং ফেনী সামাজিক বন বিভাগের সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক উপস্থিত ছিলেন।

বন্য পাখি অবমুক্ত করার সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি : বাংলাদেশ পুলিশ