হাইওয়ে পুলিশের সচেতনতামূলক পোস্টার। ছবি: হাইওয়ে পুলিশ

দেশে দিন দিন জনপ্রিয় হচ্ছে মোটরসাইকেল। সহজে চলাচলের বাহন হওয়ায় বিভিন্ন বয়সীরা যানটি কিনছেন, কিন্তু মোটরচালক হিসেবে অনেকেই জানেন না তাঁদের করণীয়। এমন বাস্তবতায় করণীয় জানিয়েছে হাইওয়ে পুলিশ।

ফেসবুক পেজে সচেতনতামূলক পোস্টে হাইওয়ে পুলিশ বেশ কিছু করণীয় জানিয়েছে। পুলিশ নিউজের পাঠকদের সামনে সেগুলো তুলে ধরা হলো।

১. মোটরসাইকেলের সব কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করে নিন এবং হালনাগাদ কাগজপত্র সঙ্গে নিন।

২. মোটরসাইকেলে দুজনের বেশি আরোহণ করবেন না।

৩. চালক ও আরোহী উভয়ই হেলমেট ব্যবহার করুন।

৪. ফুটপাতে মোটরসাইকেল চালাবেন না।

৫. উল্টো পথে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকুন।

৬. ট্রাফিক সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল চালাবেন না।