কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে থাকা বাংলাদেশ পুলিশের সদস্যরা শনিবার সরস্বতী পূজা উদযাপন করেন। ছবি: বাংলাদেশ পুলিশ

কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে থাকা বাংলাদেশ পুলিশের সদস্যরা স্থানীয় সময় শনিবার সরস্বতী পূজা উদযাপন করেছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বিএএনএফপিইউ-১ (রোটেশন-১৫), এমওইউএনইউএসসিও, ডিআর কঙ্গো (নারী) কন্টিনজেন্টের কমান্ডার নাজমুন নাহারের সার্বিক তত্ত্বাবধান ও অনুপ্রেরণায় ওই কন্টিনজেন্টের সদস্যরা বিদ্যার দেবী সরস্বতীর পূজা উদযাপনের আয়োজন করেন। বিএএনএফপিইউ-১ সদস্যদের অংশগ্রহণে বর্ণিলভাবে সজ্জিত হয় পূজামন্ডপ। স্থানীয় সময় সকাল নয়টায় ক‍্যাম্পে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুষ্পাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। পূজা শেষে সবার মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বাংলাদেশ থেকে দূরে সুদূর আফ্রিকার কঙ্গোতে শান্তিরক্ষা মিশনের কঠিন দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসব উদযাপন করে আসছেন বাংলাদেশ পুলিশ কন্টিনজেন্টের সদস্যরা।

উল্লেখ্য বিএএনএফপিইউ-১ (রোটেশন-১৫), এমওইউএনইউএসসিও (নারী) একমাত্র নারী কন্টিনজেন্ট হিসেবে কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।