হাইওয়ে পুলিশের লোগো। ছবি: সংগৃহীত

মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, মাদক পরিবহন ঠেকানোসহ শৃঙ্খলা ধরে রাখতে হাইওয়ে পুলিশ সব সময় তৎপর। তারই অংশ হিসেবে মে মাসের প্রথম ১৫ দিনে ২ হাজার ৪৮০টি অবৈধ থ্রি-হুইলার আটক করেছে বাংলাদেশ পুলিশের এই ইউনিট।

১ মে থেকে ১৫ মে পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়। এ সময় সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, মে মাসের প্রথম ১৫ দিনে হাইওয়ে পুলিশের ছয় রিজিওন মোট ১০ হাজার ৬৭১টি মামলা করেছে। এর মধ্যে গাজীপুর রিজিওন মামলা করেছে ২ হাজার ২৯২টি। কুমিল্লা রিজিওন মামলা করেছে ২ হাজার ৬৪২টি। বগুড়া রিজিওন মামলা করেছে ২ হাজার ৯৮৮টি। মাদারীপুর রিজিওন মামলা করেছে ১ হাজার ২০৩টি। খুলনা রিজিওন মামলা করেছে ১ হাজার ১৩১টি। আর সিলেট রিজিওন মামলা করেছে ৪১৫টি।

এদিকে একই সময়ে হাইওয়ে পুলিশের ছয় রিজিওন মোট ২ হাজার ৪৮০টি অবৈধ থ্রি-হুইলার আটক করেছে। এর মধ্যে গাজীপুর রিজিওন আটক করেছে ৫১৪টি। কুমিল্লা রিজিওন আটক করেছে ৬৩৯টি। বগুড়া রিজিওন আটক করেছে ৬৯৯টি। মাদারীপুর রিজিওন আটক করেছে ১৯৩টি। খুলনা রিজিওন আটক করেছে ৩৮৪টি। সিলেট রিজিওন আটক করেছে ৫১টি।