আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে নিরাপত্তা এবং সার্বিক আইনশৃঙ্খলাসংক্রান্ত প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ মে বেলা ১১টায় কেএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বিপিএম-সেবা এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী-সহ অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারি পুলিশ কমিশনারবৃন্দ এবং অফিসার ইনচার্জবৃন্দ।