কুড়িগ্রামে মে দিবসে জেলা পুলিশের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। ছবি : বাংলাদেশ পুলিশ

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগান সামনে রেখে কুড়িগ্রামে মে দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১ মে) বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালি কুড়িগ্রাম কলেজ মোড়ের স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে আবারও বিজয় স্তম্ভে এসে শেষ হয়। র‍্যালির সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশ।

বক্তব্য দিচ্ছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। ছবি : বাংলাদেশ পুলিশ

বেলা সাড়ে ১১টার দিকে স্বাধীনতার বিজয় স্তম্ভে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেন, সিভিল সার্জন মঞ্জুর-এ-মুর্শেদ, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মোহাম্মদ নাসির উদ্দিন অংশ নেন।
বক্তব্য দিচ্ছেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেন। ছবি : বাংলাদেশ পুলিশ

এ ছাড়া সরকারি কৌঁসুলি এস এম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবু সাইদ হাসান লোবান, বীর মুক্তিযোদ্ধা এস এম হারুন অর রশিদ লাল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাসান আলী ও সাধারণ সম্পাদক মো. এরশাদুল হক, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও সংস্থার নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।