গ্রেপ্তার আসামি হিমেল মুস্তাকিম। ছবি : বাংলাদেশ পুলিশ

এসএসসি ও সমমানের পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (১ মে) রাজধানীর গুলশান থানা এলাকা থেকে হিমেল মুস্তাকিম নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম জানান, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপে পোস্ট দেন আসামি হিমেল। বাংলা প্রথম পত্রের ১০০ ভাগ কমন প্রশ্নপত্র লাগলে দ্রুত যোগাযোগ করতে বলেন। পরীক্ষার দিন ভোর ৪টা থেকে ৬টার মধ্যে প্রশ্নপত্র সরবরাহের ঘোষণা দেন তিনি।

এই পুলিশ কর্মকর্তা জানান, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন দেওয়ার কথা বলে জনপ্রতি ১ হাজার ৫৫০ টাকা নেন হিমেল। বিষয়টি সিআইডির সাইবার মনিটরিং টিমের নজরে এলে তাঁর অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।