ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি : রয়টার্স

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত করেছে। এতে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে।

দেশটির জাতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানীর ৪০০ কিলোমিটার পশ্চিমে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছে এবং মাটির ১৫ কিলোমিটার গভীরে।

মেক্সিকো সিটির কয়েক শ কিলোমিটার দূরেও এ কম্পনের প্রভাব ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের ফলে রাজধানীর ভবনগুলো কেঁপে ওঠে এবং আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে আসে।

কর্তৃপক্ষ বলছে, পশ্চিমাঞ্চলীয় কলিমা রাজ্যের মাঞ্জানিলোর এক শপিং সেন্টারের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে একটি ডিপার্টমেন্ট স্টোর থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।