উদ্ধার করা জাটকার একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ।

মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার কেজির বেশি জাটকা জব্দ করেছে।

নৌ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি টিম আজ বৃহস্পতিবার শীতলক্ষ্যা নদীতে নৌপথ-শৃঙ্খলা ডিউটি ও জাটকা নিধনবিরোধী অভিযান পরিচালনার সময় বরিশাল থেকে ঢাকাগামী ফারহান-৬- লঞ্চ তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দশটি ড্রাম ও দুইটি ককশিট থেকে এক হাজার ৮০ কেজি জাটকা জব্দ করে।

জব্দ করা জাটকার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৪০ হাজার টাকা ।

এছাড়া শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীতে নৌ ফাঁড়ির অধিক্ষেত্রে অভিযান চালিয়ে ৬ হাজার ৮০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি অবৈধ বাল্কহেড জব্দ করা হয়।

উদ্ধার করা জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে এতিমখানায় ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়। এদিকে অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।