মালির উত্তরাঞ্চলে হামলায় সেনা ও বেসামরিক নাগরিক নিহত হন। ছবি: সংগৃহীত

বুরকিনা ফাসো ও নাইজার সীমান্তবর্তী মালির উত্তরাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় কমপক্ষে ১৭ সেনা ও ৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

মালির সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। খবর বাসসের।

হামলার ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৯ সেনা। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সেনাবাহিনী ওই হামলার জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করে। সন্ত্রাসী বলতে তারা জিহাদিদের বুঝিয়েছে।