ইউক্রেন থেকে নিজেদের কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে কানাডা। দেশটির কর্তৃপক্ষ ২৫ জানুয়ারি (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও ইউক্রেন থেকে দূতাবাসের কর্মী কমিয়েছে, কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা কানাডিয়ান দূতাবাসের কর্মীদের ১৮ বছরের কম বয়সের শিশু এবং তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যদের সাময়িকভাবে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ এর কারণ হিসেবে কানাডা ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক বাহিনীর চলমান উপস্থিতি এবং দেশটির সর্বত্র অস্থিতিশীলতার কথা উল্লেখ করেছে।

এদিকে যুক্তরাষ্ট্র ২৩ জানুয়ারি জানিয়েছে, তারা কিয়েভে থাকা তাদের কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করে নিয়েছে। ২৪ জানুয়ারি যুক্তরাজ্যও একই পথ অনুসরণ করে। ইউক্রেন তাদের এ ধরনের পদক্ষেপকে ‘অপরিপক্ব’ হিসেবে অভিহিত করেছে।