অং সান সু চি। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে সামরিক জান্তা আদালত। খবর এএফপির।

বুধবার (২৭এপ্রিল) সকালে নেপিদোতে একটি বিশেষ আদালত সু চির বিরুদ্ধে এই আদেশ দেয়।

সু চির বিরুদ্ধে ৬ লাখ মার্কিন ডলার এবং সোনার বার ঘুষ গ্রহণের অভিযোগ এনেছে জান্তা সরকার।

রায় ঘোষণার সময় আদালতে সাংবাদিকদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়। এ ছাড়া সু চির আইনজীবীদের গণমাধ্যমে কথা বলতে বারণ করা হয়।

এর আগে সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানি, করোনাবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁকে ৬ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল।