পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসের ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পেনাংয়ে ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এখনও চারজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে ভবন ধসে হতাহতের এই ঘটনা ঘটে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নির্মাণাধীন ভবনটিতে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ধসে পড়ে। ঘটনার পর আটকে পড়া পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। এখনও চার শ্রমিকের খোঁজে ধ্বংসস্তূপের নিচে রয়েছে, তাদের উদ্ধারে সন্ধান চলছে।

পেনাংয়ের ডেপুটি পুলিশ প্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মাদ বলেন, ‘এখন পর্যন্ত, আমরা তিনজন নিহত ব্যক্তিকে শনাক্ত করেছি – দুজন যারা ঘটনাস্থলে মারা গেছেন এবং অন্য একজন হাসপাতালে মারা গেছেন। গুরুতর আহত অন্য দুজনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘এখানে কাজে নিয়োজিত শ্রমিকদের সবাই ছিলেন বাংলাদেশি নাগরিক। ধসে পড়া কাঠামোর নিচে আরও চারজন আটকা পড়ে আছেন বলে আমাদের ধারণা।’ সূত্র: আজকের পত্রিকা।