ছবি: সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে মধ্য এপ্রিল থেকে অন্তত ১৬ হাজার বাসিন্দাকে একাধিক গণকবরে সমাহিত করেছে রুশ বাহিনী। খবর প্রথম আলোর।

রুশ নিয়ন্ত্রিত শহরটির ইউক্রেনীয় মেয়র ভাদিম বয়চেঙ্কো এমন দাবি করেছেন। তিনি জানান, স্ত্রারি ক্রিম, মানহুশ ও ভিনোহরেদন গ্রামের কাছে এসব গণকবর রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ভাদিম বয়চেঙ্কো বলেন, ‘গত মাসে স্ত্রারি ক্রিম সমাধিক্ষেত্রে নতুন করে খোঁড়া ২৫টি গর্ত দেখা গেছে। এসব গর্তে কয়েক স্তরে মরদেহ রাখা হয়। এরপর ব্যক্তিগত সমাধির মতো করে সেগুলো ঢেকে দেওয়া হয়। আমাদের আনুমানিক হিসাব অনুযায়ী মারিউপোলে ২২ হাজার মানুষ মারা গেছেন।’

মারিউপোলের ইউক্রেনীয় এই মেয়র দাবি করেন, এখনো হাজারো মরদেহ ধ্বংসস্তূপ, সাধারণ সমাধিক্ষেত্র ও অস্থায়ী মর্গে পড়ে আছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। শুরু থেকে দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর মারিউপোলের নিয়ন্ত্রণে নিতে ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। কয়েক দিন আগে আজভস্তাল ইস্পাত কারখানায় অবরুদ্ধ হয়ে পড়া ইউক্রেনীয় বাহিনীর সর্বশেষ দলটি আত্মসমর্পণ করলে মারিউপোলের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় রাশিয়া।