ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাতে এখন পর্যন্ত ১ হাজার ১০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। গত শনিবার এ সংঘাত শুরু হয়।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, হামাসের হামলায় প্রায় ৭০০ ইসরায়েলি নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে ৪ শতাধিক ফিলিস্তিনি।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার কারণে ১ লাখ ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলের প্রধান শহরগুলোতে হামাস যোদ্ধা এবং ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। সেখানে ইসরায়েলি সেনাবাহিনীর এক কমান্ডার আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হামাসের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

এমন পরিস্থিতিতে গাজা উপত্যকার কাছে ১ লাখ রিজার্ভ সৈন্য মোতায়েন করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। আর ইসরায়েলকে সামরিক জাহাজ ও যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এসব যুদ্ধ সরঞ্জাম ইসরায়েলের খুব কাছাকাছি রয়েছে বলে জানা গেছে।

এদিকে ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত ইস্যুতে রোববার জরুরি বৈঠক ডাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে ইসরায়েলে হামাসের হামলার তীব্র নিন্দা জানানো হয়। তবে সদস্যরা সমঝোতায় পৌঁছাতে না পারায় তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নিতে পারেনি নিরাপত্তা পরিষদ। সূত্র: ইন্ডিপেনডেন্ট অনলাইন।