রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন।
একই সঙ্গে তিনি ইউক্রেনীয় সেনাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।

পুতিন ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) টেলিভিশনে দেওয়া ভাষণে আকস্মিক এই ঘোষণা দেন।
মস্কোর স্থানীয় সময় ভোর ছয়টার কিছু আগে দেওয়া ওই ভাষণে পুতিন বলেন, ‘আমি সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি। যে কেউ এতে হস্তক্ষেপ করলে তার কড়া জবাব দেওয়া হবে।’

এর আগে ক্রেমলিন থেকে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নেতারা কিয়েভের বিরুদ্ধে মস্কোর প্রতি সামরিক সহায়তার আহবান জানিয়েছেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রুশদের প্রতি এক আবেদনে ইউরোপে বড় যুদ্ধ সমর্থন না করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, তিনি পুতিনের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু নীরবতা ছাড়া কোনো জবাব পাননি।