আন্তর্জাতিক বিভিন্ন মহলের নিন্দা সত্ত্বেও পশ্চিম তীরে বসতি নির্মাণ অব্যাহত রেখেছে ইসরায়েল। ছবি: সংগৃহীত

ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য আরও ১৩ শতাধিক নতুন আবাস নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

ইসরায়েলের নির্মাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপি এ কথা জানায়। খবর বাসসের।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জুডাইয়া ও সামারিয়ায় ১ হাজার ৩৫৫টি বাড়ি নির্মাণের দরপত্র প্রকাশ হয়।

দখলকৃত অঞ্চলে ইসরায়েলের বাড়ি নির্মাণের বিরোধিতা করেছে আন্তর্জাতিক বিভিন্ন মহল। কিন্তু ইসরায়েল একতরফাভাবে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছে।