কাতারে আল-জাজিরার দপ্তর। ছবি: সংগৃহীত

আল-জাজিরার খার্তুম ব্যুরোর প্রধানকে মঙ্গলবার মুক্তি দিয়েছে সুদান কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির এ সাংবাদিককে দুই দিন আগে বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল নিরাপত্তা বাহিনী।

এএফপির বরাত দিয়ে বাসসের প্রতিবেদনে জানানো হয়, তিন সপ্তাহ আগে সামরিক অভ্যুত্থানের পর সর্বশেষ ঘটনায় আল-মুসালামি আল-কাব্বাশিকে গ্রেপ্তার করা হয়েছিল।

আল-জাজিরা জানায়, সুদানি নাগরিক কাব্বাশি মঙ্গলবার মুক্তি পান। সামরিক বাহিনী তাঁকে আটক করার কোনো কারণ জানায়নি।

সশস্ত্র বাহিনীর সংবাদপত্রের প্রধান সম্পাদক ইব্রাহিম আল-হোরির অভিযোগ, আল-জাজিরা পক্ষপাতদুষ্ট প্রতিবেদন ও পুরোনো ভিডিও প্রকাশ করেছে।

আল-জাজিরা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের খবর গুরুত্বের সঙ্গে প্রচার করেছে। তারা শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের একটি বিশদ সাক্ষাৎকারও প্রচার করেছে।

সংবাদমাধ্যমটি সোমবার রাতে জানায়, কাব্বাশিকে মুক্তি দেওয়ার জন্য প্রসিকিউটরের আদেশ সত্ত্বেও তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন ঘটনায় বিচারিক সিদ্ধান্ত উপেক্ষা করা হয়েছে।