অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মার

অস্ট্রিয়ার সরকারপ্রধান কার্ল নেহাম্মার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। ৭ জানুয়ারি তাঁর সংক্রমণ শনাক্ত হয়। চ্যান্সেলরের দপ্তর এ কথা জানিয়েছে। খবর এএফপির।

অস্ট্রিয়ার চ্যান্সেলরের দপ্তর জানায়, নেহাম্মারের করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। তিনি টিকার দুই ডোজ ও বুস্টার ডোজ নিয়েছেন। এক বিবৃতিতে চ্যান্সেলর বলেছেন, ‘উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমি ভালো আছি। বুস্টার ডোজ দেওয়ার ব্যাপারে আমার সমর্থন অব্যাহত থাকবে। এই ডোজ করোনাভাইরাসের যেকোনো ধরনের বিরুদ্ধে আপনাকে নিশ্চিতভাবে সুরক্ষা দেবে।’

অস্ট্রিয়ায় যাঁরা কোনো টিকা নেননি, তাঁরা বর্তমানের লকডাউনের মধ্যে রয়েছেন।