জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয়সভায় চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। ছবি : বাংলাদেশ পুলিশ

ফৌজদারি মামলা তদন্তের গতি বাড়াতে এবং জনস্বাস্থ্যবিষয়ক নিরাপত্তা নিশ্চিতে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো. মঞ্জুর-এ-মুর্শেদের সভাপতিত্বে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. লুৎফর রহমান, মেডিকেল অফিসার, কনসালটেন্ট, সহকারী সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

চিকিৎসকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ফৌজদারি মামলা তদন্তে গতি বাড়াতে মেডিকেল রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, ফরেনসিক রিপোর্ট দ্রুততার সঙ্গে প্রেরণের অনুরোধ জানান পুলিশ সুপার। এ সময় চিকিৎসকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।