এক প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দিচ্ছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

প্রি-ডেপ্লয়মেন্ট কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দিয়েছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে এই সনদ তুলে দেওয়া হয়।

ট্যুরিস্ট পুলিশের ডিআইজি ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পর্যটকদের সেবার মান বাড়াতে ট্যুরিস্ট পুলিশ সদস্যদের প্রশিক্ষণের গুরুত্বের কথা তুলে ধরেন।

ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, সেবার মান বৃদ্ধি করা, সেবার ধরন পরিবর্তন, আচরণগত পরিবর্তনসহ সব ক্ষেত্রে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।

প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।