পুলিশের হেফাজতে ইজিবাইকের চোরাই ব্যাটারি গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

চুয়াডাঙ্গার দর্শনা থানাপুলিশ একটি ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনায় মামলা হওয়ার দুই ঘণ্টার মধ্যে তা উদ্ধার করেছে।

জানা গেছে, দর্শনা থানাধীন ঠাকুরপুর গ্রামের মো. আশাদুল ইসলামের ছেলে আতিকুর রহমান (২৫) দর্শনা থানায় মামলা করেন যে, গত ২ সেপ্টেম্বর রাত ৯ টা থেকে পরদিন সকাল আনুমানিক সাড়ে ৭টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা তার বসতবাড়ির উঠান থেকে তার ইজিবাইকের ১টি ব্যাটারি চুরি করে নিয়ে যায়।

এ মামলার প্রেক্ষিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং স্থানীয় সোর্সের মাধ্যমে খবর পেয়ে অভিযান চালিয়ে তারিখ বেলা আনুমানিক দুপুর দেড়টায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা হতে দর্শনাগামী পাকা রাস্তার পার্শ্বে জনৈক জহিরুল ইসলামের ভাঙ্গারির দোকানের সামনে থেকে চুরি যাওয়া ইজিবাইকের ব্যাটারিসহ আসামি মো. আসমাউল হুসাহিনকে (২৬) গ্রেপ্তার করে।

এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা হয়েছে।