ডিবি পুলিশের হেফাজতে আটক চার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৩০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারি আটক হয়েছেন।

মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের দিকনির্দেশনায় মানিকগঞ্জ ডিবির ইনচার্জ, পুলিশ পরিদর্শক আবুল কালামের তত্ত্বাবধানে ও এসআই রিপন নাগের নেতৃত্বে একটি আভিযানিক দল ১ এপ্রিল রাত ১০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে সিংগাইর থানাধীন উত্তর কাংশা এলাকা থেকে কাশেম বিশ্বাস (৩০) ও মো. দ্বিন ইসলাম (২৪) নামের দুই মাদক কারবারিকে আটক করে। তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

একই তারিখে রাত ১১টার দিকে অপর একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে সিংগাইর থানাধীন ফোর্ড নগর (১ম খন্ড) এলাকা থেকে মাদক কারবারি মোহাম্মদ আলী ওরফে মোহাম ওরফে আলী আহম্মেদকে ১৩০ পিস ইয়াবসহ আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরেক মাদক কারবারি কাউসারকে (৪০) সিংগাইর থানাধীন পশ্চিম বাস্তা এলাকায় তার বসতবাড়ি থেকে আটক করা হয়। কাউসার মোহাম্মদ আলীকে ইয়াবা সরবরাহ ও বিক্রির কাজে সহায়তা করতেন বলে জানা গেছে।

আটক মাদক কারবারিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

তাদের বিরুদ্ধে সিংগাইর থানায় পৃথক ২টি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।