মানিকগঞ্জে ডিবির অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মানিকগঞ্জ সদর থানা ও সিংগাইর থানা এলাকায় ১৫ এপ্রিল (শনিবার) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মো. শহীদুল ইসলাম ওরফে শহিদ খান ওরফে টুন্ডা শহিদ (৫০) ও মো. মগর আলী (৩৭)। তাদের কাছ থেকে ২৬ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মানিকগঞ্জ ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম জানান, ডিবির একটি দল ১৫ এপ্রিল বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ সদর থানার বেউথা এলাকায় অভিযান চালিয়ে ২৬ গ্রাম হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ শহীদুলকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে এর আগেও ১৭টি মামলা রয়েছে। একই দিন রাত সোয়া ৯টার দিকে ডিবির আরেকটি দল মানিকগঞ্জের সিংগাইর থানার দক্ষিন ধল্লা এলাকায় অভিযান চালিয়ে ১০০টি ইয়াবাসহ মগর আলীকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে এর আগে চারটি মামলা রয়েছে। নতুন করে গ্রেপ্তারের ঘটনায় দুই আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।