পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানার অভিযানে ছিনতাই মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন রাজশাহী নগরীর মো. হাসিবুল হোসেন শান্ত (২৯), মো. শামিম ইসলাম (২৫) ও মো. রাব্বি আহম্মেদ (২০)।

আরএমপির সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুল হাসান জানান, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর মেহেরচন্ডি ফ্লাইওভারের নিচ থেকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইসরাত জাহান রুপার ব্যাগ ছিনতাই করেন আসামিরা। এ ঘটনায় করা মামলা তদন্তের একপর্যায়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে এই পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার আসামিরা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। ছিনতাই করা মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে।