নামাজের চর পুলিশ ফাঁড়ির হেফাজতে গ্রেপ্তার ভারতীয় নাগরিক। ছবি: বাংলাদেশ পুলিশ

বিদেশি মদ, ইয়াবাসহ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে কুড়িগ্রামের উলিপুর থানার নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের (ফাঁড়ি) একটি দল। বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় সাহেবের আলগা ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন ভারতের হাড় সিং মাড়ী জেলার শুকচর থানার মো. সাইফুল শেখ। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৮৪ বোতল অফিসার চয়েস (বিদেশি মদ) ও ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

জানা যায়, উলিপুর থানার সাহেবের আলগার নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের (ফাঁড়ি) একটি টিম বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলগা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মাদক কারবারি সাইফুল শেখকে মাদকসহ গ্রেপ্তার করে।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেপ্তার ভারতীয় নাগরিকের বিরুদ্ধে উলিপুর থানায় ১৯৫২ সালের কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।