কক্সবাজারের টেকনাফে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার রোহিঙ্গা দুষ্কৃতকারী। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত এক রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। টেকনাফের জাদিমুড়া শিবিরে ১০ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত ওই রোহিঙ্গা হলেন আব্দুল মোতালেব (৪৭)। তিনি জাদিমুড়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা শিবিরে ১০ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে মোতালেবকে গ্রেপ্তার করে ১৬ এপিবিএনের একটি দল। গ্রেপ্তারকৃত মোতালেব রোহিঙ্গাদের সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে রোহিঙ্গা শিবিরে মাদক কেনাবেচা, ডাকাতি, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। মোতালেবকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।