পুলিশ সপ্তাহ-২০২২ উপলক্ষে মাদকদ্রব্য উদ্ধার অভিযান সম্পন্ন করায় পুরস্কার প্রদান করা হয়েছে। ২০২০ ও ২০২১ সালে চালানো অভিযানের ওপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হয়।

আজ ২৪ জানুয়ারি সোমবার রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্রাউন্ডে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ( আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বাংলাদেশ সংশ্লিষ্ট ইউনিটগুলোর প্রতিনিধিদের হাতে এই পুরস্কার হস্তান্তর করেন।

মাদকদ্রব্য উদ্ধার অভিযান ২০২০
‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা জেলা পুলিশ ও চট্টগ্রাম জেলা পুলিশ।
‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে কক্সবাজার জেলা পুলিশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে যশোর ও ঢাকা জেলা পুলিশ।
‘গ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে জয়পুরহাট জেলা পুলিশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে লালমনিরহাট জেলা পুলিশ ও চুয়াডাঙ্গা জেলা পুলিশ।
‘ঘ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে র‍্যাব-৫ (রাজশাহী)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে র‍্যাব-৪ (মিরপুর, ঢাকা) ও র‍্যাব-১৫ (কক্সবাজার)।
‘ঙ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ডিএমপির রমনা বিভাগ ও মিরপুর বিভাগ।
‘চ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে হাইওয়ে পুলিশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রেলওয়ে পুলিশ।

মাদকদ্রব্য উদ্ধার অভিযান ২০২১
‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

 ‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে কক্সবাজার জেলা পুলিশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও যশোর জেলা পুলিশ।
 ‘গ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে জয়পুরহাট জেলা পুলিশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে লালমনিরহাট জেলা পুলিশ ও গাজীপুর জেলা পুলিশ।
‘ঘ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে র‍্যাব-৭ (চট্টগ্রাম)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে র‍্যাব-১৫ (কক্সবাজার) ও র‍্যাব-১১ (উত্তরা, ঢাকা)।
‘ঙ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ডিএমপির ওয়ারী বিভাগ ও মিরপুর বিভাগ।
‘চ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে হাইওয়ে পুলিশ ও রেলওয়ে পুলিশ।